••বোন তোমাদের কিছু বাস্তব কথা বলি••
-'পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তূ কেউ খায় না'!
-'আলু সবার সাথে মিশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না।
-' মিষ্টির দোকানে এমনি মাছি বেশি থাকে।ঐটা দোকানদারের এটিটিউট না।
-'খোশা সহ একটা কলার দাম ৫ টাকা....
ঠিক ঐ কলার যখন খোশা ফেলে দিবে তখন ফ্রি দিলেও কেউ নিবে না।
তখন এটা মশা মাছির খাবার হবে...
∆ তোমাকে এটাই বলতে চাই ∆
👉 তোমার দেহকে এমন করো না যে, সবাই পুকুরের জলের মতো ব্যবহার করবে।
👉 তোমার মন কে আলুর মতো করো না যে, সবাই মিশবে বাট কেউ-ই পছন্দ করবে না।
👉 তুমি তোমার মনকে মিষ্টির দোকান বানাইও না। যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে।খুদা মিটিয়ে চলে যাবে।
তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না। যেখানে মশা মাছির মতো সবাই খুদা মিটিয়ে চলে যাবে। অথচ কাউকে ফ্রি দিলেও নিবে না।😔
তুমি আজ যাদের সাথে কথা বলে মজা নিচ্ছো বা দিচ্ছো...
তারা তোমাকে ব্যবহার করে, ব্যবহার শেষে ফেলে দিবে।
যে তোমাকে আজ খারাপ বানাবে সে তোমাকে কাল বলবে " ও " ভালো না, চরিত্র খারাপ.. গালি তো আছেই,,,,,,,
"""বর্তমান পরিস্থিতি বড়ই ভয়ংকর
মোকাবেলা করতে পারবে না"".....
আমার কথায় খারাপ লাগলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏🙏
-মূল কথা হলো -
তুমি স্বাধীন হয়ো কিন্তু এতটাই হওনা যেখানে তুমি সুরক্ষিত নয়
সংগৃহীত সুনিল মিশ্র!