সত্যিকি TATA কিনে নিয়েছে BSNL কোম্পানি কে ? আসল ঘটনা টা কি জেনে নিন

 Jio, Airtel এবং Vi-এর মতো প্রাইভেট টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর থেকেই ইউজাররা কম দামে সুবিধার জন্য BSNL-এর সঙ্গে যুক্ত হতে চাইছেন। একদিকে যেমন ভারতীয় মোবাইল ইউজাররা সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএলের প্রতি আকৃষ্ট হচ্ছে, তেমনই গুজব শোনা যাচ্ছে মোদী সরকার নাকি এই কোম্পানিটিকে TATA এর কাছে বিক্রি করে দিয়েছে।


“সরকারি টেলিকম কোম্পানি BSNL-কে TATA কিনে নিয়েছে!” “BSNL এখন আর সরকারি কোম্পানি নেই এটিও প্রাইভেট কোম্পানি হয়ে গেছে!” চায়ের দোকান থেকে শুরু করে ট্রেন-বাসের নিত্যযাত্রীদের মধ্যে এই খবর এখন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে। জানিয়ে রাখি এই কথা একেবারেই সত্যি নয়। টাটা কোম্পানি BSNL কেনেনি এবং এটি এখনও পর্যন্ত ভারত সঞ্চার নিগম লিমিটেড, অর্থাৎ দেশের সরকারি সঞ্চার কোম্পানি হিসেবে রয়েছে।

বন্ধু দের সাথে শেয়ার করুন

আরো পড়ুন -

BSNL SIM SCAMS 🚫 বি এ স ন ল সিম নিয়ে ঠকছেন নাতো দেখুন প্রতি বেদন


আরও পড়ুন -

BSNL Network Check করুন : আপনার এলাকায় BSNL-এর নেটওয়ার্ক কেমন?কি ভাবে চেক করবেন যে নে নিন

`

Post a Comment

Previous Post Next Post