Jio, Airtel, Vi- ভারতের বেসরকারি টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম এক ধাক্কায় বেশ খানিকটা বাড়িয়ে দেওয়ার ফলে সাধারণ মানুষ ভীষণ সমস্যার মধ্যে পড়েছেন। সস্তায় মোবাইল পরিষেবা উপভোগ করার জন্য তাই অনেকেই এবার ঝুঁকেছেন রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের দিকে। কীভাবে জানবেন আপনার বাড়ির এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক কেমন? তাই বিশেষ এই প্রতিবেদনে সেই বিষয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হল।
Check BSNL Network:
Jio, এয়ারটেল এবং Vi-এর মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি এক ধাক্কায় তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম ব্যাপকভাবে বাড়িয়েছে। যার জেরে ফের একবার সস্তায় মোবাইল পরিষেবা উপভোগ করতে রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL-এর দিকে ঝুঁকেছেন অনেকেই। ইতিমধ্যে অনেকেই BSNL-এর সিম কার্ড নিতে শুরু করেছেন। শহর থেকে জেলা, গত কয়েক সপ্তাহ ধরে এই ছবি ধরা পড়ছে অনেক জায়গাতেই।
তবে এক্ষেত্রে BSNL-এর নেটওয়ার্ক কিন্তু বড় একটি মাথাব্যথার কারণ। অনেক জায়গায় BSNL-এর নেটওয়ার্ক নাকি ঠিকঠাক পাওয়া যায় না। আপনার এলাকায় BSNL-এর কেমন নেটওয়ার্ক? সেটা আগেভাগে জানবেনই বা কীভাবে? বিশেষ এই প্রতিবেদনে এই বিষয়টি নিয়েই বিশদে আলোচনা করা হল।
বাড়ি বসে কীভাবে জানবেন আপনার এলাকায় BSNL-এর নেটওয়ার্ক কেমন?
অনলাইনে BSNL নেটওয়ার্ক কভারেজ ম্যাপ দেখতে পারেন। BSNL-এর নেটওয়ার্ক কভারেজ ম্যাপ দেখার জন্য গুগলের সার্চ অপশনে যান।( nperf )লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে তাতে যান। এরপর কান্ট্রিতে ক্লিক করে নিজের দেশের নাম সিলেক্ট করে নিন। এরপর BSNL সিলেক্ট করুন। যে এলাকার নেটওয়ার্ক কভারেজ দেখতে চাইছেন সেই এলাকার নাম লিখে সার্চবারে ক্লিক করুন।
আরও পড়ুন- BSNL SIM SCAMS 🚫 বি এ স ন ল সিম নিয়ে ঠকছেন নাতো দেখুন প্রতি বেদন