এখন কার দিনে দাঁড়িয়ে মেয়েদের ভালোবাসা কি বিশ্বাস করা যায় ?
আজকের দিনে দাঁড়িয়ে ভালোবাসা কে হয়তো অন্ধ বিশ্বাস করা ঠিক না কিন্তু এমন কিছু কথা থাকে যেগুলো ভালবাসার মধ্যে থাকলে বিশ্বাস টা হইতো করাই যায় যে তোমার প্রিয় সে বিশ্বাসের যোগ্য কিনা কথাগুলো নিচে দাওয়া রইলো
যে মেয়েটা তার Period এর কথা তোমাকে কোনো সংকোচ ছাড়াই বলে দেয়, সে মেয়েটা সত্যিই তোমাকে
~অনেক ভালোবাসে..!!
যে মেয়েটা তার প্রাক্তনের কথা তোমাকে নির্দ্বিধায় বলে দেয় সেই মেয়েটা সত্যিই তোমাকে
~অনেক ভালোবাসে..।।
যে মেয়েটা কোনো ছেলে মেসেজ দিলে, বিরক্ত করলে, প্রপোজ করলে সোজা তোমাকে এসে বলে দেয়, সে মেয়েটা সত্যিই
~অনেক ভালোবাসে..!!
যে মেয়েটা তোমার সামান্য একটু কথায় ফুপিয়ে কেঁদে ওঠে সেই মেয়েটা সত্যিই তোমাকে
~ অসম্ভব ভালোবাসে.!!
যে মেয়েটা তোমার বাজে নেশা টা কিছুতেই সহ্য করতে পারেনা সেই মেয়েটা সত্যিই তোমাকে
~অনেক ভালোবাসে..।।
~ আরো পড়ুন ~