রাধা কৃষ্ণের মামি কিভাবে হল ?
আয়ান কৃষ্ণের মামা তবে রাধারাণী কৃষ্ণের মামী নন। আয়ানের সঙ্গে রাধারাণীর বিয়ের সময় কৃষ্ণের মায়ায় প্রভাবিত হয়ে আয়ানসহ সবাই ভাবতে থাকেন যে রাধারাণীর সাথে বিবাহ হচ্ছে। কিন্তু আসলে মায়ায় সবাইকে সামনে এই দৃশ্য দেখিয়ে তিনিই প্রকৃতপক্ষে রাধারাণীকে বিবাহ করেন। আর ওই মুহুর্তে তিনি আয়ানকে নপুংসত্ব প্রদান করেন ৷ আর এরপরও আয়ানের সাথে তাঁর গৃহে অবস্থান করেন ছায়া রাধা ৷ আসল রাধা কৃষ্ণের সাথেই থাকেন ৷যেমন সীতা হরণ থেকে শুরু করে অগ্নিপরীক্ষা পর্যন্ত ছিলেন ছায়া সীতা ৷ কৃষ্ণের অংশাবতার বা নারায়ণের অবতার আয়ানের সাথে প্রকৃতপক্ষে কারো বিয়েই হয়নি ৷ তিনি মূলত ছায়া রাধাকে তাঁর গৃহে রেখেছেন। যেমনটা করেন নারায়ণের অবতার বাল্মিকী মুনি ছায়া সীতাকে৷
আয়ান কে জানতে ক্লিক করুন - আয়ান ঘোষ