আয়ান ঘোষ কে ছিলেন? এবং তার সকল তথ্য

 আয়ান ঘোষ কে ছিলেন?

Radha Krishna

  • আয়ান ঘোষ এই  ঘোষ  পদবী কথা থেকে এসেছে ?

 আয়ান ঘোষ। আজ হতে ৫৩০০ বছর আগে ঘোষ উপাধির কেউ ছিল না। ঘোষ পদবী খুব বেশী হলে ৫০০/৭০০ বছর পুরোনো। মূলত অশ্বঘোষ, মিত্রঘোষ, বেদঘোষ, রুদ্রঘোষ ইত্যাদি প্রখ্যাত বাঙালীদের অন্তঃনাম হতে বিবর্তিত হয়ে আজ ঘোষ এই পদবীতে পরিণত হয়েছে। যা মূলত কায়স্থ, সদগোপ ও গোয়ালারা ব্যবহার করে, কিন্তু বাংলার বাইরে এই পদবীর ব্যবহার নেই আর ছিলও না প্রাচীনকালে। তাই বৃন্দাবনে প্রাচীনকালে বিশেষকরে ৫৩০০ বছর আগে আয়ন ঘোষ নামে কেউ ছিল না৷ আর সেইসময় প্রত্যেক মানুষের উপাধি হত তার মায়ের নাম কুন্তীপুত্র অর্জুন কিংবা দৈবকীপুত্র কৃষ্ণ সেখানে ঘোষ উপাধি আসবে কিভাবে?

ঘোষ পদবীটা আয়ানের নামের পরে এই বাংলার মধ্যযুগের বৈষ্ণব সাহিত্যে বসানো হয় ৷ আসলে তাঁর নাম আয়ান বা অভিমন্যু। তাঁর মা এবং বোনের নাম জটিলা ও কুটিলা ৷ প্রকৃতপক্ষে তাঁরা সকলেই শ্রীভগবানের নিত্য পার্ষদ যাঁরা তাঁর লীলায় সহায়তা করেন নানাভাবে ভূমিকা নিয়ে ৷

আয়ান ঘোষ কেন রাধিকাকে বিবাহ করেছিলেন ?

তাত্ত্বিকভাবে তার সাধনা সফল হয়েছিল। পূর্বজন্মে তিনি ছিলেন অভিমন্যু মুনি। নারায়ণের স্ত্রীকে নিজের স্ত্রী রূপে পাওয়ার বাসনায় কঠোর তপস্যা করলেন। ভগবান আশস্ত করলেন।মুনির সাধনার ফল হিসেবে নপুংসক আয়ান ঘোষ রূপে জন্ম নিলেন। রাধা তার স্ত্রী হলো। এবং একই সাথে শ্রেষ্ঠ পরকীয়া প্রেমলীলা করলেন।

Post a Comment

Previous Post Next Post