কোন ধরনের কথা বললে মেয়েরা বেশি আকৃষ্ট হয়? কোন কথা শুনলে বা কী ধরনের আচরণ দেখলে মেয়েরা বেশি আকৃষ্ট হয়?

 কোন কথা শুনলে বা কী ধরনের আচরণ দেখলে  মেয়েরা বেশি আকৃষ্ট হয়?

এখানে আকৃষ্ট করার ইচ্ছে তাই সহজেই অনুমেয় যে আপনি আপনার সঙ্গিনীর কথা বোঝাতে চাইছেন।বা নতুন বউ।বা আপনার মনের মানুষ যাকে আপনি মুগ্ধ করতে চান।

সব চেয়ে বড় কথা কি জানেন ?


আপনার এই কথা টা খুব সুন্দর

কারণ ,আপনি একজন মেয়েকে আকর্ষণ করার জন্য তার মনে কোন কথা ভালো লাগবে সেই সন্ধানের খোজে Google তে অবধি প্রশ্ন করেছেন।এর মানে আপনি একজন প্রকৃত পুরুষ হবার চেষ্টা করছেন, যে পুরুষ নারী মনের ভালো মন্দ লাগা গুলো ভেবে দেখে।তাকে কোন কথা বলে খুশি করা যায় সেই নিয়ে ভেবে দেখে।কখনো বুঝতে না পারলে অন্যের থেকে পরামর্শ নেয়। আপনি তো প্রথমেই আকর্ষণের দৌড়ে এগিয়ে আছেন।

এবারে আসি নারী মনের ভালো লাগা কথা গুলো।আমি সব সময় আপনাকে পরামর্শ দেবো আগে মেয়েটি কেমন , তার interest এর বিষয় কি কি সেগুলো জেনে দেখুন। যেমন ধরুন একটি মেয়ে পেশা গত ভাবে শিক্ষিকা।তাকে নিশ্চয়ই শিক্ষকতা নিয়ে কিছু জিজ্ঞেস করলে বা সেই নিয়ে সম্মান জ্ঞাপন করলে সে খুশি হবে ।আবার ধরুন কোনো মেয়ে আঁকতে খুব ভালোবাসে।তার আঁকার প্রশংসা করলে সে নিশ্চই খুশি হবে।তাই না? অতএব তার আগ্রহের বিষয় গুলি নিয়ে কথা বলুন ।এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে।তার আগ্রহের জিনিস সম্পর্কে আপনি যদি সেরকম বেশি কিছু না জানেন তাহলে খুব বেশি দেখাতে যাবেন না যে আপনিও অনেক জানেন এই বিষয়ে ।

তাকে তার বাড়ি র লোক গুলি নিয়ে প্রশ্ন করতে পারেন যেমন

বাড়ি তে কারা আছে।ভাই বোন কটা ।তার বাড়ি কোথায়….ইত্যাদি ছোট খাটো প্রশ্ন

সব মেয়ে সমান হয়না ।কোনো মেয়ে দুঃখের কথা উজাড় করে বলবে।কোনো মেয়ে আবার চুপ করে থাকবে।কোনো মেয়ে আবার দুঃখ চেপে ভাব দেখাবে সে দুনিয়ার সব থেকে সুখী।এটা আপনাকেই বুঝতে হবে যে আপনি যাকে আকৃষ্ট করতে চাইছেন সে কি রকম।

মেয়েরা একটি প্রশ্ন খুব ই চায় ।l, সেটা হলো কেউ জিজ্ঞেস করুক যে মেয়েটি কি করতে পছন্দ করে

কি খেতে পছন্দ করে।

জীবনের ইচ্ছে কি কি

কি রঙের শাড়ি তার পছন্দ।

একটি মেয়ে কে জিজ্ঞেস করুন কে তার পছন্দের ব্যক্তিত্ব এবং কেনো……এতে আপনি তার সম্পর্কে অনেক টা ধারণা পাবেন।

কোনো মেয়ে রাজনৈতিক যুক্তি তর্ক পছন্দ করে।

কেউ আবার খেলার খবর

কেউ আবার টেকনোলজি ।

এরকম আরো হরেক জিনিস বলে শেষ করা যাবে না

কিন্তু বাস্তবে দেশ কাল স্থান হিসাবে মেয়েরা সত্যি চায়

তার মনের কথা কেউ জিজ্ঞেস করুক।সে কিছু বলতে পারে নাও পারে।

কিন্তু


তার মনের ভিতরে কি চলছে সেটা পুরুষ টি বুঝে না।🥴 ।আর এতেই যতো বিপত্তি তাই সবাই বলে , "নারী মন বোঝা বড়ই দুষ্কর"

নারী সর্বজনীন ভাবে ভেবে বসে থাকে যে তাকে যে ভালোবাসে সে না বললেও সব বুঝে নেয় ।এবং যখন ভালোবাসার পুরুষ বুঝতে পারে না তার না বলা মনের কথা বা ইশারা ।তখন নারী হৃদয় দুঃখে ভরে যায়।🥴

নারী হৃদয় প্রশংসা র কথা চায়।কখনো কখনো রোমান্টিক কথা চায় ।আর চায় সব সময় সম্মতি নেওয়া। মানে আপনি কিছু করার আগে তার সম্মতি নিলে সে খুব খুশি হবে।নারী সম্মান মিশ্রিত ভালোবাসা পছন্দ করে।আপনি যদি কিছুর জন্য নারীর কাছে পরামর্শ চান তো তারা খুব খুশি হবে।যেমন ধরুন আপনি কয়েক টা জামার মধ্যে পছন্দ করতে পারছেন না ।সন্ধ্যে বেলায় কি পড়বেন ।আপনি একজন নারীর সাহায্য চান ।তিনি খুব খুশি হবেন।নারী তার পছন্দ র কদর ভালোবাসে।তার রুচিবোধের সম্মান পছন্দ করেন।

আবার মেয়েরা নিজের তারিফ ও পছন্দ করেন। কোনো দিন সে সেজে আসলে তাকে বলুন যে তাকে খুব সুন্দর দেখাচ্ছে।নারী পছন্দ করে তার সৌন্দর্যের প্রশংসা হোক।

নারী চায় কেউ তার নিরাপত্তা নিয়ে একটু চিন্তা করুক।ঠিক যেমন মেয়েটির পরিবার করে।এভাবেও নারী হৃদয় জয় করা যায়।

নারী পছন্দ করে কর্মঠ পুরুষ।যে পুরুষ প্রেমের পিছনে ছুটে মরে না ।কাজ করে পরিশ্রম করে।আবার সব কিছুর সাথে ভারসাম্য রেখে তাকেও তার মূল্যবান সময় দেয়।কখনো পিছনে পরে থাকা ব্যক্তি কে নারী পছন্দ করে না।এমন পুরুষ নারীর হৃদয় জয় করে।যার মধ্যে কর্মপ্রচেষ্টা বেশি আছে।সে জীবনে অনেক চ্যালেঞ্জ নিতে জানে।নারীর  হৃদয় বড়ো খুশি হয় যখন সে দেখে ছেলেটি তার প্রেয়সীর কথা ভেবে তাদের ভবিষ্যত উজ্জ্বল করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করছে।

একটি নারী কে আকর্ষণ করার জন্য কিছু স্কিল develop করুন।কিছু কাজ নিজে করতে শিখুন।এটাও খুব ভালো আকর্ষণ করার উপায়।

আর নারীরা দুর্গন্ধ যুক্ত মানুষ পছন্দ করে না।এসব হলে অনেক প্রিয় কথা বললেও নারী আকৃষ্ট হবে না।তাই নিজেকে একটু পরিচ্ছন্ন রাখুন।হাইজিন মেইনটেইন করুন।


পরিশেষ এ একটি জিনিসের উপরে জোর দেবো:

সেটি হলো

নারীর মন বুঝতে শিখুন।আপনি বুঝে যাবেন তিনি কি নিয়ে কথা বললে খুশি হয়।সেটার উপরে কথা বলুন।কিন্তু সময় করে উপরে যেগুলো বললাম সেগুলো ও মাথায় রেখে চলুন।আর সব নারী এক হয়না।সব নারী কে একই ছাঁচ এ ফেলে একই ফর্মুলা প্রয়োগ করলে কিন্তু অসুবিধা আছে।সব নারী আলাদা।তাই এক্ষেত্রে সেরকম ধ্রুবক কোনো উত্তর নেই।প্রতিটি নারীর আকর্ষণ করার বিষয় আলাদা থাকে।তাই নারী কে বুঝুন।এতেই আপনার প্রশ্নের সমাধান , উত্তর পাবেন ধীরেধীরে।

আজকে এই পরজন্তই যদি ভাল লাগে তাহলে একটা সেয়ার করে দিবেন 

আবারো বলছি আপনার মত মানুস হয় না । আপনি আপনার প্রিও মানুষটিকে খুবি ভাল বাসেন তাই আপনি আজ এত খানি  পড়লেন আমাদের পখ থেকে উপরাআলার কাছে  আকটাই  আনুরধ রইল আপনি জেন আপনার প্রিও মানুষটিকে  পেয়েজান 

/// ধন্যবাদ ///


Post a Comment

Previous Post Next Post