219+ Best Bengali Romantic Shayari❤🔥 – বাংলা রোমান্টিক শায়েরি-বাংলা ক্যাপশন ❤️
bySunil Mishra-
0
Bengali Romantic Shayari : প্রিয় বন্ধুরা, অনেক জায়গায় অনেক শায়েরি খুঁজেছো, কিন্তু মনের মতো পায়নি তাইতো? তোমরা এতক্ষনে সঠিক জায়গায় এসেছো। বিভিন্ন Social Media থেকে বাছাই করে আমরা কিছু ভালো-ভালো শায়েরি (Shayari) নিয়ে এসেছি – বাংলা রোমান্টিক শায়েরি। একটু খুঁজলেই তোমরা ঠিক মনের মতো রোমান্টিক শায়েরি (Romantic Shayari) বা দুঃখের শায়েরি (Sad Shayari) পেয়ে যাবে। Bengali Sad Shayari ।
এখান থেকে তোমরা সহজেই copy করে নিতে পারবে শায়েরি গুলো। অথবা সরাসরি whatsapp এ status দিতে পারবে বা প্রিয় মানুষটিকে SMS করতে পারবে। সঙ্গে পেয়ে যাবে অলংকৃত ছবি; ছবিটিও তোমরা সহজেই Download করতে পারবে বা সোর সোর whatsapp এ share করতে পারবে।
Bengali Sad Shayari – Mishra Tech
Dynamic Expanding Box with Copy Button
রাগের মাথায় বলে ফেলি,
আমি অনেক কথা
তা বলে তুমি আমায়,
দিয়ে যাবে ব্যথা
ভুল হয়ে গেছে আমার,
করো তুমি মাপ
এরপর হলে পরে দিও
আমায় অভিশাপ..
বানাবো আমরা ফুলের বাগান
ফুটবে ফুলের তোড়া
সেই বাগানে থাকো তুমি
ফুলের মধ্যে মোড়া।
ফুল দিয়ে পূজা করবো
পাতা দিয়ে নয়
মন দিয়ে ভালোবাসবো
রূপ দিয়ে নয়
ভালবাসি তোমায় আমি
করিনা কোন ভয়,
একদিন জানি আমি
হবে আমাদের জয়''
স্বপ্নগুলো তোমায় দিলাম
দিলাম আমার আশা
বিশ্বাস করে বললাম তোমায়
ভুলে যেও না আমার ভালোবাসা
আমায় ছেড়ে অন্য কাউকে
করতে চাইছ তুমি বরণ
এবার ঘনিয়ে এসেছে
এখন আমার মরন
চেয়েছিলাম শুধু আমি ধরবো তোমার
হাত
সারা জীবন দিয়ে গেলে শুধু আমায়
আঘাত
স্বপ্নগুলো ভেঙ্গে তুমি
আমায় গেলি ফেলে
বলেছিলে কেন তুমি
আমায় নেবে বোলে
মনের মধ্যে থেকে তুমি
দিচ্ছ কেন দোলা?
ওই সুন্দর মুখ কে
যায় কি করে ভোলা!
দেখিয়েছিলে তুমি আমায়
কত স্বপ্ন আশা
সবকিছু ভেঙে তুমি
কেড়ে নিলে আমার ভালোবাসা!
জীবন আমার একদম হয়ে গেছে নষ্ট
সুখে থেকো তুমি
হয়না যেন তোমার কোন কষ্ট
স্বপ্ন মনে অনেক ছিলো
ছিল অনেক আসা
এক সাথে কাটাবো জীবন
হবে সুখের বাসা
তুমি আমার ভেঙ্গে দিলে,
সব মনের আশা,
আর কারো সাথে গড়তে চাইনা
আমি কোন বাসা
মন যে চায় আজও আমার,
যাই তোমার কাছে,
পারিনা যেতে আমি,
তুমি যে নাই আমার পাশে
কি করি আমি এখন
কোথায় আমি যাই
তোমার ছবি সারা বেলা
আমার চোখে পাই
চলে গেছো বলে আমায়,
দেব না কখনো কষ্ট
তোমার আশায় বসে আছি,
বলে দিলাম স্পষ্ট
উপসংহার
কেমন লাগছে বন্ধুরা আমাদের এই ভালোবাসার কবিতা গুলি, আমরা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে এই Bangla Shayari.গুলি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি এইগুলি আপনার প্রিয় জন ও ভালবাসার মানুষের কাছে পাঠাতে পারেন ও আপনি আপনার ভালোবাসার মানুষকে স্ট্যাটাস দিয়ে বোঝাতে পারেন আপনি তাকে কতটা ভালোবাসেন|
আমরা আশা করি আপনি আপনার প্রিয় মানুষকে খুব ভালোবাসেন তাই আজ আপনি আমাদের এই ওয়েবসাইটে এতটা সময় দিয়েছেন| আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের এতটা মহা মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনার ভালোবাসা যেন সারা জীবন থাকে ও আপনি যদি কাউকে হারিয়ে থাকেন সেজন্য আপনার খুব তারাতারি চলে আসে ভগবানের কাছে আমরা কামনা করি|